ঢাকা

গুলি করে যুবলীগ নেতা হত্যা

আরটিভি অনলাইন রিপোর্ট, সাতক্ষীরা

সোমবার, ১০ এপ্রিল ২০১৭ , ১০:৪৭ পিএম


loading/img

সাতক্ষীরায় সন্ত্রাসীদের গুলিতে আগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেনকে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় এ ঘটনাটি ঘটে। 

বিজ্ঞাপন

নিহত কবির হোসেন সাতক্ষীরা সদর উপজেলা কুচপুকুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। 

নিহতের চাচা নজরুল ইসলাম জানান, একইভাবে তার ভাই সিরাজুল ইসলামকে দুর্বৃত্তরা ২০১৩ সালের যুদ্ধাপরাধী কাদের মোল্যার ফাঁসির রাতে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেছিল দুর্বৃত্তরা। 

বিজ্ঞাপন

এরপর থেকে সিরাজুলের ছেলে কবির হোসেন (৩০) সাতক্ষীরা শহরের রাজারবাগান সরকারি কলেজের পাশ্ববর্তী একটি ভাড়া বাড়িতে বসবাস করতো। রাতে ভাড়া বাড়িতে অবস্থানকালীন সন্ত্রাসীরা তাকে লক্ষ্যে করে পর পর কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। 

এতে তার শরীরের ৩টি স্থান গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে করেছেন।

বিজ্ঞাপন
Advertisement

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |